সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে

শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য। এরই মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা। জেলা ও উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমও শুরু হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, এ বছরের বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কথা ছিল। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।

সূত্র জানায়, ইতোমধ্যে দলটি ১০০টির কাছাকাছি উপজেলা কমিটি দিয়েছে। আরও ৫০টি কমিটির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য, ৪০০ উপজেলা কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে। এ ছাড়া এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি দলের সঙ্গে নাগরিক কমিটির আলোচনা হয়েছে। তবে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ৪০০ উপজেলা কমিটি দেওয়ার লক্ষ্য নিয়েছি। প্রায় ১০০টি কমিটি হয়েছে। এ মাসের মধ্যে বাকি কমিটি দেওয়ার কাজ চলছে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা সে লক্ষ্যে এগোচ্ছি। জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

দল হিসেবে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও এ বিষয়ে কাজ শুরু করিনি। আমরা আগে দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। আত্মপ্রকাশের পর এ নিয়ে কাজ শুরু করব।

বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারি জানান, আগামী দু-এক মাসের মধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে।

Check Also

দেশকে কারোর তাবেদার বানাতে দেয়া হবে না: ডা. শফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =

Contact Us