Home / রাজনীতি / ৩শ’ আসনে প্রার্থী দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

৩শ’ আসনে প্রার্থী দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: স্বাধীনতার ৫৩ বছরে বহু সরকার পরিবর্তন হয়েছে, তবে দেশে ইসলামি শাসন দেখি নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে। অতীতে ইসলামী দলগুলোকে স্বার্থান্বেষীরা তাদের স্বার্থে ব্যবহার করেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জন্য কাজ করবে এবং ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, ‘‘বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, পাঁচবার চোরের দিক থেকে এক নাম্বার হয়েছে। প্রতি বছর যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, তা দিয়ে ২টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল।’’

তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘এমপির পদে বসে, মন্ত্রীর পদে বসে মেহনতি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করা হয়েছে এবং বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। এ ধরনের চোরদের একটি হাত কেটে দিলে বাংলাদেশ চোরমুক্ত হয়ে যাবে।’’

এছাড়াও সমাবেশে কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে মাওলানা কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, অ্যাডভোকেট মিজানুর রহমান এবং তসলিম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Check Also

পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে,রোডম্যাপ দেন: মির্জা ফখরুল

  শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us