সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিজয় দিবসে বিয়ে করেছেন শশী

বিজয় দিবসে বিয়ে করেছেন শশী

শেরপুর নিউজ ডেস্ক: বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন ‘হাজার বছর ধরে’র নায়িকা শারমীন জোহা শশী। তাঁর বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। শশী জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে সোমবার রাতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

এই অভিনেত্রীকে সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে বেশি শুনতে হয়েছে, কবে বিয়ে করছেন এমন প্রশ্ন। এবার হেসেই জানালেন, বিয়ে করেছেন। ভক্ত ও সহকর্মীদের কাছে দোয়াও চাইলেন। বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করার। আজ বিয়ে করলাম।’

দেড় বছর আগে কোরীয় ড্রামার ডাবিংয়ের সূত্রেই তাঁদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন। খালিদ নিজেই এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ডাবিংয়ের জন্য শশীকে ডাকেন। ‘রিপ্লাই ১৯৯৮’ নামের সিরিজের ডাবিং ঘিরেই তাঁদের প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।

Check Also

লাল-সবুজ শাড়ীতে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শিরিন শিলা

শেরপুর নিউজ ডেস্ক: লাল সবুজ শাড়ী পড়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী শিরিন শিলা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =

Contact Us