সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে: পার্থ

বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে: পার্থ

শেরপুর নিউজ ডেস্ক: কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে কালক্ষেপণ করতে চাইলে অন্তর্বর্তী সরকারের জন্য ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

পার্থ বলেন, ‘কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের কালক্ষেপণের কোনো সুযোগ নেই। যদি এটা বর্তমান সরকার করতে চায় তবে ১৭ মিনিটেই সরকারের পতন ঘটবে।’

তার মতে, স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি এ দেশের মানুষ। ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কারই কাজে আসবে না।

এ সময় তিনি তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানান। বিজেপি চেয়ারম্যান বলেন, ১৭ বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগকে আর নষ্ট হতে দেয়া যাবে না।

পরে পার্থর নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালি বের হয়। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বনানী মাঠ হয়ে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

Check Also

সরকার চাইলে আরও আগেই নির্বাচন সম্ভব: খন্দকার মোশাররফ

শেরপুর নিউজ ডেস্ক: নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক। তবে সরকার আন্তরিক হলে আরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =

Contact Us