রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশের শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ১৫হাজার মানুষকে চিকিৎস্যা সেবা প্রদানের লক্ষ্য বগুড়ার সারিয়াকান্দিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুতুবপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়েজনে কুতুবপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রে উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,বগুড়া সদর জেলার সিনিয়র জেলা ম্যানেজার গোলাম মোস্তফা।
এসময় আশা কুতুবপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজেদুর রহমান, স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মারুফ হোসেন,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মামুনুর রশিদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। দিনব্যাপী আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা,ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণসহ ৫-১৫ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।