সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বগুড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

শেরপুর নিউজ ডেস্ক: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি, ওয়েলফেয়ার সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতায় দিবসটিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি পরবর্তী বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমানের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ।

তিনি বলেন, দক্ষ হয়ে বিদেশে গেলে ভালো কর্ম ও সম্মান দুটোই মেলে। এছাড়াও বিদেশে গিয়ে অনেকেই অবৈধ পথে দেশে টাকা পাঠান এতে করে একদিকে যেমন রাষ্ট্র রেমিটেন্স থেকে বঞ্চিত হয় অন্যদিকে অনেক প্রবাসী ভাইয়েরাও অনেক সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন যা কখনোই কাম্য নয়। এছাড়াও দক্ষতা অর্জন না করেই বিদেশে গিয়ে হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কখনোই অতিরিক্ত সুদে ঋণ করে দালালের খপ্পরে না পড়তে তিনি প্রবাস গমনেচ্ছু সকলকে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম ও অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, ইসলামী ব্যাংক বগুড়া পিএলসি’র ব্যবস্থাপক আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার সহকারী পরিচালক জনাব আতিকুর রহমান নতুন বাংলাদেশ গড়ার পথে অভিবাসী কর্মীদের রেমিটেন্সযোদ্ধা হিসাবে আখ্যায়িত করে দেশের নিরিখে বগুড়া জেলার অভিবাসনের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুড়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ১ লক্ষ ৭১ হাজার ৩৫১ জন অভিবাসী হয়েছেন। বৈদেশিক অভিবাসনের ক্ষেত্রে বগুড়া জেলার অবস্থান ২০০৫ থেকে ২০১৯ সালে ৬৪ জেলার মধ্যে ২৫ তম হলেও ২০২৩ সালে ২৭ হাজার ৬৪ জন কর্মী প্রেরণ করে ৬৪ জেলার মাঝে বগুড়ার অবস্থান ছিলো ১৬তম। এবছর নভেম্বর মাস পর্যন্ত ১৬ হাজার ৪৮১ জন কর্মী প্রেরণ করে ২০২৪ সালে এখন পর্যন্ত ১৮তম স্থানে রয়েছে বগুড়া। উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার মধ্যে বৈদেশিক অভিবাসনে বগুড়াই সবার উপরে।

অনুষ্ঠানে বগুড়ায় সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী হিসেবে আম্বিয়া খাতুন ও আলিফ নুহু, সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক, প্রবাস গমনেচ্ছু ব্যক্তিদের দক্ষতা অর্জনে ভূমিকা রাখায় টিটিসি ও বগুড়ার প্রথম রিক্রুটিং এজেন্সি আল ফারিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

একই দিন দিবস উদযাপনের অংশ হিসেবে টিটিসি বগুড়া ক্যাম্পাসে আয়োজন করা হয় প্রবাসী মেলা ও জব ফেয়ারের যেখানে দিনভর ভিড় ছিল প্রবাস ফেরত এবং প্রবাস গমনে ইচ্ছুক ব্যক্তিদের।

Check Also

বগুড়া লেখক চক্রের ৯৪৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া লেখক চক্রের ৯৪৮তম পাক্ষিক সাহিত্য আসর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 8 =

Contact Us