শেরপুর নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না।
বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত এক কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, গত পনেরো বছরে দেশের ভোটব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে, যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে, তাদের বিচার না হলে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। গত ১৫ বছরে যারা গুম, খুন এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত না করে কোনো দল বা ব্যক্তি নির্বাচনে গেলে তারা জাতীয় শত্রু হিসেবে পরিচিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এখনো পুরোপুরি বুঝে পাইনি। জামায়াতে ইসলামী ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ভূমিকা নিয়েও এখনও জাতির কাছে স্বচ্ছতা আসেনি। ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে আমাদের পদানত রাখা হয়েছে। বিচারবিহীন কোনো নির্বাচনে আমরা আর যাব না।”
নাসির উদ্দিন একটি নতুন রাজনৈতিক দলের গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করা হবে। এই দলে সকল ত্যাগী নেতাকর্মীর ভূমিকা মূল্যায়ন করা হবে। আমরা বিশ্বাস করি, এই দল বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এবং বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধুসহ অন্যান্য নেতৃবৃন্দ।