সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / সাকিব আল হাসানের নামে সমন জারি করেছেন আদালত

সাকিব আল হাসানের নামে সমন জারি করেছেন আদালত

শেরপুর নিউজ ডেস্ক:

দেশ সেরা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় সমন জারি করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করেন। এতে বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে সাকিবকে আদালতে হাজির হতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এ মামলা করেন।

মামলায় সাকিবের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়।

তিনি বলেন, এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Check Also

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল টাইগাররা

শেরপুর ডেস্ক: ক্যারিবীয়দের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ হয়েছিলেন টাইগার সমর্থকরা। তবে এবার সেই ওয়েস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us