শেরপুর নিউজ ডেস্ক:
মাত্র কদিন আগেই শেষ হলো আমন ধানের উৎসব। আমন কাটা শেষে এবার সিরাজগঞ্জের কৃষকরা ব্যস্ত বোরো ধানের বীজতলা তৈরিতে। তীব্র শীত থেকে বীজতলা রক্ষায় এবার আগেভাগেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাড়াকান্দি গ্রামের কৃষক ইকদুল হোসেন বলেন, এ বছর প্রায় তিন বিঘা জমিতে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছি। শীতে বীজতলা নষ্ট হয়ে যায় তাই এবার আগেই বীজতলা তৈরি করেছি। গত বছর তীব্র শীতে আমার বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। সে সময় অধিক দামে চারা কিনে জমি চাষ করেছিলাম, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাই এবার আগেই বীজতলা তৈরি করছি।
বনবাড়িয়া গ্রামের কৃষক ইমন বলেন, এ বছর কৃষি বিভাগ থেকে আমাদের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিভাগ থেকে আমাদের ধান চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আগের মৌসুমে রোপা আমন ধানের ভালো দাম পেয়ে কৃষকরা বোরো ধান চাষে আরও আগ্রহী হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তর জানায়, এ বছর জেলায় মোট ৮ হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৫ হেক্টর জমিতে হাইব্রিড, ৬ হাজার ৮৯৫ হেক্টর উফসি, স্থানীয় জাতের ১২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই বীজতলা তৈরি হয়েছে ৩ হাজার ৬৯৪ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড ৫২৫ হেক্টর, উফসি ৩ হাজার ৬৪ হেক্টর ও স্থানীয় জাতের ১০৫ হেক্টর জমি।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, দেশে খাদ্যে স্বনির্ভর করার লক্ষ্যে জেলার কৃষকরা বোরো চাষে নেমেছে। এ বিষয়ে স্থানীয় কৃষিবিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।