সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / ২০২৫ সালের দাখিল পরীক্ষা শুরু ১০ এপ্রিল

২০২৫ সালের দাখিল পরীক্ষা শুরু ১০ এপ্রিল

শেরপুর নিউজ ডেস্ক:

২০২৫ সালের দাখিল পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মাহবুবু হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী-দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১২ মে পর্যন্ত। এরপর ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে পুনর্বিন্যাস করা সিলেবাসে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা নেওয়া হচ্ছিল। তবে আগামী বছরের দাখিল পরীক্ষা পূর্ণ সিলেবাস এবং পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী :পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

Check Also

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Contact Us