সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর- বগুড়া মহাসড়কে এঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক(নি:) এর নাম মো: আবু মোকাদ্দেম আলী (৫৯) বিপি- ৬৫৯৩০৫৯০০৮। তার পৈত্রিক নিবাস দিনাজপুর সদর উপজেলায়। কিন্তু পরে পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেল যোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিয়মানুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Check Also

বগুড়ায় হত্যা মামলার রহস্য উদঘাটনাকারী শ্রেষ্ঠ এসআই জামাল উদ্দীন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী ও হত্যা মামলার রহস্য উদঘাটনাকারী হিসাবে নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =

Contact Us