Home / রাজনীতি / ক্ষমতার হাত বদল হলেও নীতির কোন পরিবর্তন হয়নি -শেরপুরে সৈয়দ ফয়জুল করিম

ক্ষমতার হাত বদল হলেও নীতির কোন পরিবর্তন হয়নি -শেরপুরে সৈয়দ ফয়জুল করিম

 

শেরপুর নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোহাম্মদ সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আর কোনো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। ০৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছি। আর যেন তাদের কোন দোষর ক্ষমতায় আসতে না পারে সে জন্য সবাইকে সর্তক থাকতে হবে। আওয়ামীলীগের শাসন আমলে পিলখানা হত্যাকান্ড সহ সব গণহত্যার বিচার করা হবে।

ক্ষমতার হাত বদল হলেও নীতির কোন পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি আরো বলেন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পেতে হলে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলেই কেবল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বগুড়ার শেরপুর শহরের স্থানীয় বাসষ্টান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুনীতিবাজদের গ্রেফতার,ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ইসলামী সমাজভিত্তিক সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিরাজগন্জ জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ,বগুড়া জেলা ওলামা মাসায়েক (আইম্মা) পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মতিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চুন্নু, সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল,যুব আন্দোলনের নেতা এম আলিফ হোসাইন, আব্দুল মজিদ, মুফতি ফাই উদ্দিন, আমজাদ হোসেন,রফিকুল ইসলাম, আবুল বাশার,ওমর ফারুক, মাওলানা আতাহার আলী, আতিকুর রহমান,আব্দুল আওয়াল,মাহমুদুল হাসান ,ছাত্র আন্দোলনের নেতা হাফেজ ইবরাহীম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =

Contact Us