শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি ৪নং খানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল হাসান ওরফে গোলজার ফকিরকে (৪৪) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. নাজমুল হাসান ওরফে গোলজার ফকির খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আজাহার আলী ফকির ও ছালমা বেগম দম্পতির ছেলে। তিনি শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারেকের ঘনিষ্ট ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শুভগাছা গ্রামে অবস্থিত উপজেলা যুবলীগের সভাপতি তারেকের ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হাসান ওরফে গোলজার ফকিরকে আদালতে পাঠানো হয়েছে।