সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।

যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোনো ছাড় দেয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে।

Check Also

ট্রাক নিয়ে বেইলি ব্রিজ পড়ে গেল তুরাগ নদে

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =

Contact Us