শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক হাসান আজাদের গলায় মালা দেন তিনি।
সম্প্রতি স্বাগতা জানান, বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দু’জনে সিদ্ধান্ত নেন বিয়ের। অভিনেত্রী বলেন, আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।