শেরপুর ডেস্ক: ক্যারিবীয়দের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ হয়েছিলেন টাইগার সমর্থকরা। তবে এবার সেই ওয়েস্ট ইন্ডিজকেই তাদের ঘরের মাঠে টে-টোয়েন্টিতে ধবলধোলাই করে সমর্থকদের আনন্দে ভাসালেন জাকের-লিটনরা।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ টাইগাররা, ধবলধোলাই ক্যারিবীয়রা
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের বলে দলীয় শূণ্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।