সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুয়েটের শিক্ষার্থী নিহত

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুয়েটের শিক্ষার্থী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েট আহসানউল্লাহ হলে থাকে। রাতে তিনজন মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের ওই শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।

Check Also

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮ ও আহত ১১ হাজার ৫৫১ জন ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =

Contact Us