Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটের ইজমেতায় যৌতুক বিহীন বিয়ে

ধুনটের ইজমেতায় যৌতুক বিহীন বিয়ে

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামের ইজতেমায় এক দম্পত্তির যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরীব কন্যার অনুপস্থিতে ইজতেমা ময়দানে ওই বিয়ে অনুষ্ঠিত হয়।

ওই বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পাদনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মার্কাস মসজিদের মুরবিব মাওলানা আব্দুল রহিম সাহেব। এসময় মেয়ের বাবা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের মাওলানা আব্দুল হালিম তার মেয়ের পক্ষে উকিল নিযুক্ত হয়ে এই বিয়ে সম্পাদন করেন। বিয়ের সম্পাদনকালে পাত্র হাফেজ আব্দুল মালেক ও তার বাবা রাঙ্গামাটি গ্রামের আব্দুল খালেক ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।

ইজতেমা ময়দানে বিয়ে সম্পাদন বিষয়ে মুফতি খোরশেদ আলম জানান, যৌতুক বিহীন সমাজ ব্যবস্থা গড়তে এই বিয়ের আয়োজন করা করা হয়। এসময় পর্দার কারনে কনে পাশ^বর্তী স্থানে অবস্থান করলেও বর পক্ষ ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন। এরপর নব দম্পত্তির জন্য ইজতেমা ময়দানে দোয়া করা হয়।

Check Also

ধুনটে ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম,এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগি সংঠনের আয়োজনে দোয়া ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us