সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্যে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারী থেকে নবম শ্রেণির ১১৯৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনোরম পরিবেশে ২ ঘন্টাব্যাপী পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম সরদার, সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, মহাসচিব গোলাম মোস্তফা মতিন, শিক্ষাসচিব মহসিন আলীসহ সংশ্লিষ্টরা। নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন জানান, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্য নিয়ে ২০১২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Check Also

নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) সন্ধায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =

Contact Us