শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) বেলা দশটায় শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এতে আগামি ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা কমিটির সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাককে পুনঃনির্বাচিত করা হয়।
এছাড়া পুর্নাঙ্গ উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা দেওয়া হয়। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমির শিল্পপতি আলহাজ¦ দবিবুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলার পৌরসভাসহ দশটি ইউনিয়নের শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।