শেরপুর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের বধ্যভূমির শহিদ স্মৃতিস্তম্ভে জুতা পরে টিকটক ভিডিও বানাতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সঙ্গী রিয়া মনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভে জুতা পরে তারা টিকটক ভিডিও করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করেন। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে হিরো আলম ও রিয়া মনি জানান, তারা এটা জানতেন না যে এটি শহিদ স্মৃতিস্তম্ভ। এজন্য তারা জাতির কাছে ক্ষমা চান।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ, গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের বধ্যভূমির স্মারক খুনিয়াদিঘি শহিদ স্মৃতিস্তম্ভে জুতা পরে টিকটক ভিডিও বানান তারা। একপর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।