সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নতুন দায়িত্বে দুই অভিনয় শিল্পী কাঞ্চন-বাঁধন

নতুন দায়িত্বে দুই অভিনয় শিল্পী কাঞ্চন-বাঁধন

শেরপুর নিউজ ডেস্ক:

দুই প্রজন্মের দুই অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন। এবার তারা জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে এই দায়িত্ব পালন করবেন তারা।

আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেখানে দেখা যাবে তাদের।

জানা গেছে, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

এ ব্যাপারে তিনি বলেন, এর আগেও একবার এই উৎসবে বিচারকের দায়িত্ব সামলেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারো এই দায়িত্ব নিতে হচ্ছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

আজমেরী হক বাঁধন থাকছেন ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্বে। তিনি বলেন, অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেয়া আমার জন্য অনেক সম্মান ও আনন্দের।

এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

জুরির দায়িত্বে আরো থাকছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।:

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Contact Us