Home / দেশের খবর / ট্রাক নিয়ে বেইলি ব্রিজ পড়ে গেল তুরাগ নদে

ট্রাক নিয়ে বেইলি ব্রিজ পড়ে গেল তুরাগ নদে

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে ব্রিজটি তুরাগ নদে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ওই লেনের যানবাহন কামারপাড়া রোড ব্যবহার করছে। তবে ঢাকাগামী যানবাহন এবং ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে যানবাহন চলাচল করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ইব্রাহিম খান জানান, টঙ্গীতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি ট্রাকসহ তুরাগ নদের ওপর ভেঙে পড়েছে।

তিনি জানান, এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহ দিকে যাচ্ছে। ঢাকাগামী সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার ব্যবহার করছে।

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =

Contact Us