সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮ ও আহত ১১ হাজার ৫৫১ জন ব্যক্তির প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইট -এ প্রকাশ করা হয়েছে। আজ শনিবার তথ্য অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অধিদফতরের ওই বিবৃতিতে বলা হয়, ‘তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com-এ জানাতে অনুরোধ করা হয়েছে-গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।’

আর আগে ২৪ সেপ্টেম্বর জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তালিকায় মোট ৭০৮ জনের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ -এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংযোজনের কাজ চলমান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিরা উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Check Also

স্বপ্ন না থাকলে জীবনে সফল হবেন না: ড. ইউনূস

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে মিসরের রাজধানী কায়রোর আল-আজহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 5 =

Contact Us