Home / বিনোদন / প্রজ্ঞা নাগরার ব্যক্তিগত ভিডিও ফাঁস!

প্রজ্ঞা নাগরার ব্যক্তিগত ভিডিও ফাঁস!

শেরপুর নিউজ ডেস্ক: তামিল সিনেমার মাধ্যমেই অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে। এরপরে তিনি মালায়ালাম এবং তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন। সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা আলোচনা-সমালোচনার ঝড় তুলছে। ভিডিওতে আপত্তিকর অবস্থার দৃশ্য দেখানো হয়েছে, তবে ভিডিওটি কার সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে প্রজ্ঞা এক্স-এ জানান তিনি এখনও পুরো ঘটনাটিকে দুঃস্বপ্ন মনে করছেন। তিনি বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার জন্য, কষ্ট দেয়ার জন্য নয়। যারা এর অপব্যবহার করে এবং যারা এটি ছড়াতে সাহায্য করে তাদের প্রতি শুধু করুণা হয়।

তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, আমি প্রার্থনা করি যেন আর কোনো নারীকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।

প্রজ্ঞা নাগরা, হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। ২০২৩ সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হলেও এর অনেক প্রতি সমালোচনাও ছিল। এটি একটি সামাজিক-রাজনৈতিক নাটক। যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তাছাড়া, তেলুগু সিনেমায় তার অভিষেক হয় ‘লাগগাম’ ছবির মাধ্যমে।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =

Contact Us