সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পাবনায় শিশু কল্পনা হত্যার রহস্য উদঘাটন,মূল আসামি গ্রেপ্তার

পাবনায় শিশু কল্পনা হত্যার রহস্য উদঘাটন,মূল আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

পাবনার চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের শিশু কল্পনা খাতুন (০৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মূল আসামি নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) চাটমোহর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের আনিছুর রহমান মল্লিকের ছেলে। নিহত কল্পনা খাতুন চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের মৃত তাজের খাঁ এর মেয়ে। নুরুজ্জামান নিহতের চাচা হন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান বলেন, মামলার পর চাটমোহর থানাসহ জেলা গোয়েন্দা শাখা নিবিড় তদন্ত শুরু করে। তদন্ত চলমান থাকার এক পর্যায়ে মামলার ঘটনার সঙ্গে জড়িত আরিফ শেখকে গত শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জামাল কল্পনা খাতুন হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, নিহত কল্পনা খাতুন (০৯) তার প্রতিবেশী ভাতিজী হয়। তার বাড়ির পার্শ্বেই অভিযুক্তের বাড়ি। গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল।

আসামি নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল উক্ত জালসায় গিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে ওইদিন রাত সাড়ে সাতটায় জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল শরীর খারাপ অনুভূতি হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পার্শ্বে কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে কল্পনা খাতুনকে বাড়ি যাওয়ার কথা বলে।

কল্পনা খাতুনকে বাড়িতে নিয়া যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল বাড়ির রাস্তায় না গিয়ে ধর্ষণ করার উদ্দেশ্যে কল্পনা খাতুনকে পায়ে হাটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈল্লানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে নিয়ে যাওয়ার সময় কল্পনা কান্নাকাটি করে। লোকজনের ভয়ে ভিকটিম কল্পনা খাতুনের গলা চেপে ধরে। ফলে কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিম কল্পনা খাতুনের মৃত্যু নিশ্চিত করতে তার পড়নের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে শনিবার (২১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। নুরজ্জামান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Check Also

ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি

শেরপুর নিউজ ডেস্ক: মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us