শেরপুর নিউজ ডেস্ক:
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে হামলায় অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়েএই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘৩০ জনেরও বড় একটি দল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’
খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এই হামলা শুরু হয়। একটি চেকপোস্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তারা এ হামলা প্রসঙ্গে বলেছে, ‘আমাদের জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’