রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ডিসেম্বর) সকাল ১১টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম রফিকুল ইসলাম।
অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির সমাজকল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, সৈয়দ আহম্মদ কলেজের সহকারী অধ্যাপক ড. সাইফা সাদেকীন, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, উপ-সহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান, সাংবাদিক সাহাদত জামান, উপজেলা এনজিও কমিটির সাধারণ সম্পাদক সফিউল ইসলাম।
আলোচনা সভা শেষে অগ্রণী মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অপরদিকে এদিন সকাল থেকেই অসহায় ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাকিব মিয়া সহ সংস্থার সদস্যবৃন্দ।