Home / দেশের খবর / ভারতের পাহাড়ে বাংলাদেশের পতাকা উড়ালেন ৪ যুবক

ভারতের পাহাড়ে বাংলাদেশের পতাকা উড়ালেন ৪ যুবক

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের অন্যতম কঠিন চূড়ার একটি পাহাড় পাঙ্গারচূলা জয় করলেন বাংলাদেশের চার যুবক। গত ২১ ডিসেম্বর সকাল নয়টার দিকে ভারতের উত্তরাখণ্ডের জনপ্রিয় এই চূড়া আরোহণ করেন তারা।

উত্তরাখণ্ডের পাহাড় অভিযানের গাইডদের বরাত জানা গেছে, ৪ হাজার ৫৯৩ মিটার বা ১৫ হাজার ৬৯ ফুট উচ্চতার পাহাড় সামিট করেছেন বাংলাদেশের অল্প কয়েকজন। তাদের মধ্যে সম্প্রতি এই অর্জন করেছেন এই চার যুবক। তারা হলেন-মাহফুজ আনাম, শাহরিয়া মুন্না, আরেফিন রিফাত ও মেহেদী হাসান জনি।

পর্বত এক্সপেডিশন নামের গাইড এজেন্সির কর্মকর্তারা জানান, পাঙ্গারচূলা চূড়ার কয়েকটি স্তর আছে। স্বাভাবিকভাবে অভিযাত্রীরা এই পাহাড়ের নিচের চূড়া সামিট করেন। কিন্তু বাংলাদেশি এই চার যুবক মূল চূড়াতে উঠতে সক্ষম হয়েছেন। গত ২০ ডিসেম্বর দিবাগত রাত ২টার সময় বেস ক্যাম্প কুল্লারা থেকে রওনা দিয়ে সকালে চূড়া স্পর্শ করতে সক্ষম হন তারা।

তিনি আরো জানান, পরে বাংলাদেশের পতাকা সঙ্গে নিয়ে ছবি তোলেন ওই চার যুবক। উঠতে ও নেমে আসতেও তাদের লেগেছে প্রায় ১৫ ঘণ্টা। কেননা, ওই পাহাড়ে উঠতে ও নামতে পাড়ি দিতে হয় বিশাল বিশাল পাথুরে বোল্ডার। উঠার চেয়ে নিরাপদে নেমে আসা যেখানে বড় কষ্টের। নেমে আসার পর ভারতের কুয়ারি পাসে থাকা বিভিন্ন অভিযাত্রীরা তাদের অভিনন্দন জানান।

অভিযাত্রী দলের নেতৃত্বে থাকা মেহেদী হাসান জনি বলেন, এমন অভিযান আমাদের সামনের দিনে পাহাড়ে যাত্রার উৎসাহ হিসেবে কাজ করবে। এমন অনুভূতি একদিন আমাদের এভারেস্টসহ বিশ্বের উচ্চতম পাহাড় জয়ের পাথেয় হয়ে থাকবে বলে জানান টিমের মধ্যে প্রথম চূড়া স্পর্শ করা মাহফুজ আনাম।

Check Also

আজ শুভ বড়দিন

শেরপুর নিউজ ডেস্ক: আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বর্ণিল আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =

Contact Us