শেরপুর নিউজ ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন (কেমন বাংলাদেশ চাই) শীর্ষক গণসংলাপের আগে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।
গণমাধ্যমের সামনে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে জানিয়ে তিনি বলেন, ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করেই তিনি সব করেছেন। তাই এখন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। আশা করি বর্তমান সরকার সেই কাজটি করবেন। তিনি বলেন, এই সরকার জনগণের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই তাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক।
জোনায়েদ সাকি বলেন, ‘ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার ৪ মাস পার হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে। প্রত্যাশা পূরণ হচ্ছে না সেভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে।’
বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনও বিদ্যমান রয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি আরো বলেন, বর্তমান সরকারকে এসব বিষয়ে কঠোর অবস্থানে যেতে হবে। রাজনেতিক দলগুলোর সঙ্গে দ্রত আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার পক্ষেও মত দেন তিনি।