Home / দেশের খবর / সাদপন্থিদের গ্রেপ্তারের দাবিতে কাকরাইলে অবস্থানের ঘোষণা

সাদপন্থিদের গ্রেপ্তারের দাবিতে কাকরাইলে অবস্থানের ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে রাতের অন্ধকারে হামলায় জুবায়ের পন্থির (শুরায়ে নেজামী) তিন মুসল্লি নিহত ও চার শতাধিক আহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িতদের গ্রেপ্তার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তাবলীগ জামায়াতের শুরায়ে নিজামী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তাবলিগ জামায়াতের আলেম ও উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল কেফায়েতুল্লাহ আজহারী।

তিনি বলেন, কাকরাইল মারকাজ ও টঙ্গী ইজতেমার মাঠসহ তাবলিগের সব কার্যক্রম শুরায়ে নেজামীর অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে।

Check Also

ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু

শেরপুর নিউজ ডেস্ক: পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =

Contact Us