Home / কৃষি / সারিয়াকান্দির চরাঞ্চলে কৃষকরা দ্বিগুণ উৎসাহ নিয়ে ভুট্টার চাষ করছে

সারিয়াকান্দির চরাঞ্চলে কৃষকরা দ্বিগুণ উৎসাহ নিয়ে ভুট্টার চাষ করছে

 

 

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হচ্ছে ভুট্টা। কৃষকদের জমি বছর চুক্তিতে নিয়ে প্রকল্প আকারেও হয়েছে ভুট্টার চাষ। দাম ভালো পেলে ব্যাপক লাভের আশা কৃষকদের।

গত বছর ভালো লাভ পেয়ে এবছর কৃষকরা দ্বিগুণ উৎসাহ নিয়ে ভুট্টার চাষ শুরু করেছেন। উপজেলার বাঙালিসহ যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলের যেদিকে দু’চোখ যায় সেদিকেই শুধু ভুট্টার আবাদ। কেউ আগাম মিষ্টি কুমড়া বা গাইঞ্জা ধান কাটার পর জমিতে সবেমাত্র ভুট্টার বীজ বপণ শুরু করেছেন।

পুরো চরজুরেই এখন কৃষকরা ভুট্টার জমিতে পানিসেচ, নিড়ানি এবং রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। ভুট্টা চাষে লাভ হওয়ায় বিভিন্ন চরাঞ্চলে ব্যবসায়ীরা কৃষকদের জমি বছর চুক্তিতে বর্গা নিয়ে ৫০-১০০ বিঘা পর্যন্ত জমি প্রকল্প আকারে বাণিজ্যিকভাবে ভুট্টার আবাদ করেছেন।

উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের কৃষক আব্দুল হান্নান মোল্লা জানান, গত বছর তিনি ১৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। বিঘাপ্রতি ২৫ হাজার টাকা করে লাভ হয়। এবছর ২৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন

সদর ইউনিয়নের অন্তারপাড়া চরের কৃষক জামিল মিয়া জানান, গত বছর ভুট্টা চাষ করে তিনি বেশ ভালো লাভ করেছেন। তাই এবছর তিনি ২০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। তাদের দেখাদেখি অনেকে শতবিঘা জমি পর্যন্ত একত্রে প্রকল্প আকারে ভুট্টার আবাদ করেছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিগত ২০২২ সালে এ উপজেলায় ৬ হাজার ৪১০ হেক্টর জমিতে এবং গত বছর ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়। এবছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮ হাজার ৩০০ হেক্টর, যা লক্ষ্যমাত্রা পেরিয়ে সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে এবং চলমান রয়েছে। কৃষি অফিস আশা করছে, এবছর ৯ হাজার হেক্টরের বেশি জমিতে ভুট্টার আবাদ হবে।

ভুট্টার বীজ বপণের চার মাসের মধ্যেই সাধারণত ফলন পাওয়া যায়। সাধারণত চরাঞ্চলের জমিতে প্রতি হেক্টরে ১০ মেট্রিকটন বা বিঘায় ৩৫-৫০ মণ করে ভুট্টার ফলন পাওয়া যায়। প্রতি বিঘা জমিতে খরচ হয় মাত্র ১০-১৫ হাজার টাকা। এখন প্রতি মণ ভুট্টার বাজারদর ১৪শ’ টাকা। তাই ভুট্টা আবাদ করে এখন কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গত কয়েক বছরই কৃষকেরা ভুট্টার আবাদ করে লাভবান হয়েছেন। তাই দিন দিন ভুট্টা সারিয়াকান্দিতে এ ফসলের আবাদ বাড়ছে। ভুট্টা চাষের জন্য ইতিমধ্যেই কৃষকদের মাঝে প্রয়োজনীয় আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করা হয়েছে।

Check Also

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন বারি পেয়াঁজের বাম্পার ফলন

শেরপুর নিউজ ডেস্ক: : ঈশ্বরদীতে এবারে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বাম্পার ফলন হয়েছে। এক বিঘা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us