Home / রাজনীতি / জামায়াত সকল ধর্ম-বর্ণ শ্রেণি-পেশার মানুষের মর্যাদায় বিশ্বাস করে : ডা. শফিকুর রহমান

জামায়াত সকল ধর্ম-বর্ণ শ্রেণি-পেশার মানুষের মর্যাদায় বিশ্বাস করে : ডা. শফিকুর রহমান

 

 

শেরপুর নিউজ ডেস্ক:
জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, জামায়াত সকল ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তায় শ্রদ্ধাশীল। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী সরকারের পতন হলে একদিনে ৫ লাখ মানুষ হত্যার শিকার হবেন। কিন্তু সারাদেশে ৫০ জনও মারা যায়নি। কারণ আওয়ামী লীগ হিংস্র হয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের গুম – খুন করতে পারে। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা এ ধরনের মানবতা বিরোধী কাজ সমর্থন করে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে জনসমাবেশ ও পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছিল। কিন্তু জামায়াত সংখ্যাগুরু সংখ্যালঘু বিশ্বাস করে না।

আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। আমরা মানুষকে মানুষ মনে করি। সে কোন ধর্মের তা বিবেচ্য বিষয় নয়। তিনি বাংলাদেশকে সমৃদ্ধশালী বাসযোগ্য নিরাপদ জনপদে পরিণত করার আহবান জানিয়ে বলেন, জামায়াত পরীক্ষিত দেশ প্রেমিক দল। উপজেলা আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা জামায়াত, শ্রমিক ফেডারেশন ও শিবিরের নেতৃববৃদ বক্তব্য রাখেন।

এদিকে পীরগঞ্জের পথসভায় উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা একেএম ইদ্রিস আলী ও যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ মেছবাউল হকের সঞ্চালনায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারী মাওলানা এনামুল হক, কর্ম পরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর খাইরুল আজম বিএসসি, সাবেক উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমান, এড. মাওলানা আব্দুস সালাম, শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. আবু সায়েম মোঃ তোফাজ্জল হোসেন, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, অফিস ও পাঠাগার সেক্রেটারী মাওলানা মশিউর রহমান, পৌর সেক্রেটারী মাহাবুব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Check Also

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় জোনায়েদ সাকির তীব্র নিন্দা ও ক্ষোভ

  শেরপুর নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + thirteen =

Contact Us