Home / বিনোদন / দ্বৈত চরিত্রে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় মডেল মৌ

দ্বৈত চরিত্রে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় মডেল মৌ

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মডেলিং ও বিজ্ঞাপনে দাপট দেখালেও অভিনয়ে নিয়মিত দেখা যায় না অভিনেত্রীকে। বিশেষ দিবস বা আয়োজনের নাটকেই অভিনয় করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় অনেক দিন পর এবার তিনি অভিনয় করলেন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটকে। ‘সোনার সিন্দুক’ নামের এই নাটকে মৌকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টে চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে এই জমিদারবাড়িতে থাকতে চায়। উইলের শর্ত অনুযায়ী, সে পায় ট্রাস্টের টাকা এবং সোনার একটি সিন্দুক। সদ্য বিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে জমিদারবাড়িতে আসে সোহেল। রাতে উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে।

একপর্যায়ে সিন্দুক খুলে টাকাপয়সা ও সোনা যা রাখে, তা-ই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত মোতাবেক একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকে বঞ্চিত হবে সে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

 

নতুন নাটক প্রসঙ্গে মৌ গণমাধ্যমকে বলেন, ‘আমার খুব কম অভিনয় করা হয়। গল্প পছন্দ হলে অভিনয় করি, নয়তো নয়। তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না। সোনার সিন্দুক নাটকের গল্পটি পছন্দ হয়েছে। দর্শকেরা এখানে আমাকে দুটি চরিত্রে দেখতে পারবেন। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে। এ ছাড়া বিটিভির মতো আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমের হীরকজয়ন্তীর বিশেষ নাটকে কাজ করাটাও আলাদা ভালো লাগা দিয়েছে।’

 

‘সোনার সিন্দুক’ নাটকে মৌয়ের বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা প্রমুখ। ২৫ ডিসেম্বর বিটিভির হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

Check Also

‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us