সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ঢাকা মেট্রোকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা মেট্রোকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

শেরপুর নিউজ ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দেন দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।

ঢাকা মেট্রোর পক্ষে মাত্র দুইজন ব্যাটার পান দুই অঙ্কের দেখা। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি করেন ১৩ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ।

৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রংপুর তোলে ১৪ রান। ৬ বলে ২ রান করে ফেরেন আবদুল্লাহ আল মামুন। নাইম ইসলামও সাজঘরে ফেরেন কোনো রান না করেই। দলীয় ১৮ রানে ফেরেন রিজওয়ান। এরপর অধিনায়ক আকবর আলীও রানআউট হয়ে ফিরলে খানিক অস্বস্তি ভর করেছিল রংপুরের ড্রেসিংরুমে।

এরপর আরিফুল হক খেললেন ১৪ রানের ইনিংস। তার ব্যাটে খানিক চাপমুক্ত হয় দল। এরপর মোহাম্মদ এনামুল বাকি কাজ সারেন তানভির হায়দারকে নিয়ে। এতেই ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

Check Also

২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

  শেরপুর নিউজ ডেস্ক: বায়ার্ন মিউনিখের জার্সিতে ২৫ বছর ধরে খেলছেন থমাস মুলার। অবশেষে দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us