শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বগুড়ার ধুনট পৌর বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
সমাবেশে জিএম সিরাজ বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারাননি। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বিএনপি সম্প্রীতি ও শান্তির দল, আওয়ামীলীগ সন্ত্রাসী ও লুটপাটের দল। তারা দেশকে ধ্বংস করে দিয়ে এখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে।
পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াছিন আলী হিমেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, আদিবাসি নেতা বিনয় কুমার সাহা, হৃদয় লাল ও স্বপন কর্ণীদাস।