Home / দেশের খবর / ঢাবির হলে ফিরেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ হাসান

ঢাবির হলে ফিরেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ হাসান

শেরপুর নিউজ ডেস্ক:

চারদিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে আসেন। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনো জানা যায়নি।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনও কথা বলছে না। আপাতত ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা আস্তেধীরে জানতে পারব সবকিছু।

Check Also

আজ শুভ বড়দিন

শেরপুর নিউজ ডেস্ক: আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বর্ণিল আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Contact Us