শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কারাবিধি মেনে তাঁকে ঢাকায় পাঠানো হয়।