Home / দেশের খবর / ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

শেরপুর নিউজ ডেস্ক: ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। নিহত আব্দুর রশিদ গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রির কাজ করতেন।

নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ওসি জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

দুটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Check Also

সাংবাদিকদের জন্য নৈতিকতা আইনও করা দরকার: তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত ১৫ বছরে যতটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us