সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ

কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ

শেরপুর নিউজ ডেস্ক: তাবলিগ জামাত সংশ্লিষ্ট কাকরাইল মসজিদে শুক্রবার থেকে মাওলানা সাদপন্থিদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। একই সঙ্গে মাওলানা যুবায়েরপন্থিদের কোনো বড় জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ছয় শাখা থেকে জারি করা গত ২৪ ডিসেম্বরের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষর করেন।

‘তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয় ২৭ ডিসেম্বর কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ যুবায়ের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারিদের শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আমার দেশকে বলেন, আমরা সরকারের নির্দেশনা মেনে চলব। বর্তমানে কাকরাইল মসজিদে বয়ান, তালিম কার্যক্রম চলছে। সাদপন্থিরা এ নির্দেশনা অমান্য করলে বিষয়টি প্রশাসন দেখবে।

এদিকে সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক তাওহীদুল হক সোহেল বলেন, আমরা সব সময় সরকারের সিদ্ধান্ত মেনে চলি। যেহেতু সরকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য এই প্রজ্ঞাপন দিয়েছে আমরা আগামী এক সপ্তাহ তা দেখব। কাকরাইল মসজিদে আমাদের কোনো অবস্থান থাকবে না। এক সপ্তাহ পর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকার সবার জন্য সমান। একপক্ষীয় আচরণ করলে নতুন বাংলাদেশের উদ্দেশ্য সফল হবে না। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলায় তাবলিগের যুবায়েরপন্থি তিন কর্মী নিহত ও অর্ধশতাধিক আহত হন।

Check Also

বড়দিনে আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

শেরপুর নিউজ ডেস্ক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Contact Us