শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার দিবারাতে শেরপুর-কাজিপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুয়েল রানা (৩৫), তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামে ছাকিম উদ্দিন মণ্ডলের ছেলে।
আহতরা হলেন–মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), মোছা. দিলারা বেগম (৫০) ও মো. এনামুল (৪০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাত ভাই–বোনের মধ্যে জুয়েল রানা ছিল সবার ছোট। বুধবার তিনি কেনাকাটার জন্য বগুড়ায় যান। কেনাকাটা শেষে শেরপুরের ধুনট রোড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
অটোরিকশাটি শেরপুর কাজিপুর আঞ্চলিক সড়কের শাফলজানি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা সকল যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জুয়েল রানাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় উভয় গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
শেরপুর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, ‘এই দুর্ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারের চালক ও মালিক শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে।’