সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / দখলদারত্বের রাজনীতি করলে দেশের কোনও পরিবর্তন হবে না: মান্না

দখলদারত্বের রাজনীতি করলে দেশের কোনও পরিবর্তন হবে না: মান্না

শেরপুর নিউজ ডেস্ক:

রাজনৈতিক দল যদি কেবল দখলদারত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনও পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, জেন জি-র আন্দোলনের মূল কথা ছিল— বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনও রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার।

ড. ইউনূসকে উদ্দেশ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনও অগ্রগতি সম্ভব নয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এস এম আকরামের স্মৃতিচারণ করে বলেন, এস এম আকরাম ভালো রাজনীতিবিদদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো মানুষ যদি সরকারের কোনও দ্বায়িত্বে আসতেন, মন্ত্রী হতেন তাহলে কিন্তু রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন আসতে পারতো। এসময় এই উপদেষ্টা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

শোক সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Check Also

আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা তরুণদের রক্তের ঋণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Contact Us