শেরপুর নিউজ ডেস্ক: ময়মনসিংহে যৌথবাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এসময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আকুয়ায় নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়। এছাড়া তার ভাতিজা সৈয়দ সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলা চালানোর ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুও জড়িত রয়েছেন বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান চলছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) আদালতে তোলা হবে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জাসদের প্রার্থী হয়ে পরে তা প্রত্যাহার করেছিলেন মিন্টু। এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন তিনি।