ধুনট( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপি নেতার ঘরবাড়ি ভাংচুর সহ তিনজন আহত হয়েছে। শুক্রবার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে বলে খবর ছড়িয়ে পড়ে।
জানা যায়, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির নেতা মুরাদ হোসেনের সাথে একই গ্রামের ছাত্রদল নেতা জিসান মিয়ার মধ্যে গত ৫ আগষ্টের পর থেকে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বেলা ১১ টার দিকে উভয়ের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছাত্রদল নেতা জিসান মিয়া তার পক্ষের লোকজন নিয়ে মুরাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি সহ তিনটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে মুরাদ হোসেন তার চাচা আব্দুল কাদের ও ছেলে রতন গুরুতর আহত হয়। আহদের প্রথমে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জিসান মিয়াকে গ্রেপ্তার করে। জিসান মিয়ার গ্রেপ্তারের খবরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে উপজেলা বিএনপির নেতাদের নির্দেশে বিএনপির নেতা কবির হোসেন তালুকদার ও শাহিন মাহমুদ ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের নিয়ন্ত্রণ করে। এঘটনায় রাতেই মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন বাদি হয়ে ছাত্রদল নেতা জিসান সহ ১৮ জনকে আসামী করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান জানান, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কোন রকম থানা ঘেরাও হয়নি। আমরা মূলত ওসি মহোদয়ের সাথে সাক্ষাত করতে গিয়েছিলাম।
ধুনট থানার ওসি সাইদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতার মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জিসান মিয়াকে আটক করে। বিএনপি নেতার স্ত্রীর মামলায় ছাত্রদল নেতা জিসানকে শনিবার জেলহাজতে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানা ঘেরাওয়ের কোন ঘটনা ঘটেনি। ওই এলাকার নেতাকর্মীরা সাক্ষাত করার জন্য থানায় এসেছিল।