Home / কৃষি / শেরপুরে ফুলকপির দাম প্রতিমণ ৫০ টাকা!

শেরপুরে ফুলকপির দাম প্রতিমণ ৫০ টাকা!

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সবজির দাম হটাৎ কমে যাওয়ায় প্রান্তিক চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। লোকসানের মুখে পড়ে তাদের ঋণগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, বাজারগুলোতে গত কয়েক দিন যাবত বিভিন্ন সবজির দাম কমছে। শনিবার (২৮ ডিসেম্বর) ফুলবাড়ি সবজির পাইকারি বাজারে এক মণ ফুলকপি বিক্রি হয়েছে মাত্র ৫০ থেকে ৬০ টাকায়। তবে খুচরা বাজারে প্রতি কেজির দাম ছিল ১০ টাকা। তবে মৌসুমের শুরুতেই কপির দাম ছিল খুচরা বাজারে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকা।

উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে ঋণ নিয়ে ফুলকপি চাষ করেছি। শুরুতে দাম আশানুরূপ থাকায় ভালো লাভের আশা করেছিলাম। সবিজ বিক্রি করে ঋণ পরিশোধ ও খরচ বাদ দিয়ে লাভের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করে দাম এত কম হবে আশা করিনি। এখন আমরা উল্টো ঋণগ্রস্ত হয়ে পড়ব।

চন্ডিজান গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ১৪ শতক জমিতে দেড় টাকা দরে প্রতিপিস ফুলকপির চারা কিনে লাগিয়েছি। সার, কীটনাশক ব্যবহার করে এখন মণ প্রতি ৫০/৬০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে পরিবার নিয়ে মহাবিপাকে পড়তে হবে।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, বাজারে সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। এর ফলে ভোক্তারা উপকৃত হলেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Check Also

সিরাজগঞ্জের কৃষকরা ব্যস্ত বোরো ধানের বীজতলা তৈরিতে

শেরপুর নিউজ ডেস্ক: মাত্র কদিন আগেই শেষ হলো আমন ধানের উৎসব। আমন কাটা শেষে এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us