শেরপুর নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থিদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে। এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে।
শনিবার (২৮ ডিসেম্বর) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় পীর চরমোনাই এসব কথা বলেন।
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।