Home / বিদেশের খবর / দক্ষিণ কোরিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪৭

দক্ষিণ কোরিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪৭

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ওই প্লেনটিতে ১৮১ জন আরোহী ছিল। ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে প্লেনটি বিধ্বস্ত হয়।

জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

এক দমকল কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনের পেছন দিক থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্লেনটিতে থাকা ১৭৩ আরোহী দক্ষিণ কোরিয়ার এবং দুজন থাইল্যান্ডের নাগরিক। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

Check Also

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

শেরপুর নিউজ ডেস্ক: শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার (১০০) মারা গেছেন। স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 11 =

Contact Us