শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার এবং এক মহিলাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রাম থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যতীন্দ্রনারায়ণ গ্রামের শামসুলের স্ত্রী সাবিনা বেগম (৩১) ও লামনিরহাট সদরের শাহজাহান কলোনির মৃত আব্দুল লতিফের ছেলে রমজান আলীকে (৩৯) গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন বিকেলে পুলিশ পৌরশহরের উত্তর সাহাপাড়া থেকে ২০ লিটার চোলাই মদসহ মৃত হেলাল বাশফোঁড়ের ছেলে রবি বাশফোঁড়কে (২৫) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
শেরপুরে মিজান হত্যা মামলার পলাতক আসামি সামাদ গ্রেপ্তার
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় চাঞ্চল্যকর মিজানুর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত …