শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর সদরের ভাতশালায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় রিফাত পরিবহন নামে একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ আহত হয়েছেন আরো দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সদর থানা পুলিশ সদস্যরা।