সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

শেরপুর নিউজ ডেস্ক: ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ ছেড়ে দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রোববার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউর বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। এরপর ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টাকে জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাইয়ে ৫০ হাজার টাকা বাড়ানো দাবি করবেন। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে রাত সাড়ে ৯টায় দিকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ট্রেইনি চিকিৎসকদের আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার আশ্বাস দেন। দেশের সংকটময় সময়ে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান। তবে চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিন দুপুরে আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান চিকিৎসকরা।

 

Check Also

আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে আহত ৩০

শেরপুর নিউজ ডেস্ক: ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৩০ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Contact Us